নীলিমা (বিখ্যাত লাইনসমূহ) জীবনানন্দ দাশ


 ১. 

অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে 

নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে।

২.

আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,

মরীচিকা-ঢাকা।

৩. 

জনতার কোলাহলে একা ব’সে ভাবি

কোন্ দূর জাদুপুর-রহস্যের ইন্দ্রজাল মাখি

বাস্তবের রক্ততটে আসিলে একাকী;

৪. 

স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বরখানা

মৌন স্বপ্ন-ময়ূরের ডানা!

৫. 

বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত,

ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল, নিষ্করুণ এই রাজপথ

৬. 

লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার,

এই ধূলি—ধূম্রগর্ভ বিস্তৃত আঁধার

ডুবে যায় নীলিমায়—স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে,

শঙ্খশুভ্র মেঘপুঞ্জে, শুক্লাকাশে নক্ষত্রের রাতে;

৭. 

ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মোক

তোমার চকিত স্পর্শে, হে অতন্দ্র দূর কল্পলোক!

Akhirol Ellin was born in Sakhipur, Tangail. He grow up there. He is a brilliant student since childhood. He passed the PEC examination with a GPA-5. Due to covid-19, his JSC examination was canceled…

Post a Comment