আজ বিশ্ব নারী দিবস, প্রতিবছর ৮ই মার্চ দিবসটি পালন করা হয়। নারী দিবসে নারীদের অধিকার নিশ্চিতকরন বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। পাশাপাশি নারী দিবস আসলেই পুরুষ জাতিকে একটি খারাপ জাতি হিসেবে উপস্থাপন এবং গৃহিণীদের তুচ্ছ তাচ্ছিল্যও করা হয়! বেগম রোকেয়ার মত করে এখন আর কেউ নারী অধিকার নিয়ে কথা বলে না। কপালে এই ইয়য়য়্যাহ বড় টিপ, হাতা কাটা ব্লাউজ, ছোট চুল আর অশালীন পোশাকই হয়ে দাড়িয়েছে একুশ শতকের বাঙালি  নারীদের "নারী অধিকারের মূল বিষয়বস্তু। পুরুষ দিবসে কখনো নারী জাতিকে নিয়ে কটাক্ষ করে দুটো লাইন লিখতে দেখেছেন কাউকে? কিন্তু প্রত্যেকটা নারী দিবসেই দেখবেন গোটা পুরুষ জাতিকে কেমন লোভী, পৈশাচিক আর বর্বর হিসেবে উপস্থাপন করা হয়। তখন তারা ভুলে যায় তাদের জীবনে বাবা,এবং স্বামীর অবদান কতখানি। বর্তমান সমাজে নারী নির্যাতনের থেকে পুরুষ নির্যাতনই হয় বেশি, পার্থক্য শুধু এটাই নারী বিচার পায় পুরুষ বিচার পায় না। নারী নির্যাতন ব্যাপারটা এত সস্তা হয়ে গিয়েছে যে তাদের নীল বাদে লাল রঙের শাড়ি পরতে বলাও ইদানীং " নারী নির্যাতন" হিসেবে গন্য করা হয়!
বছরের একটা দিনের যে নারী দিবসটা, আমি মনে করি এটা নারীবাদীদের নারী দিবস। যারা প্রতিনিয়ত স্বামী, সন্তান, বাবা-মা কিংবা পরিবারের জন্য কাজ করে যাচ্ছে তাদের জন্য প্রতিদিনই নারী দিবস। সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে। তাই নারী-পুরুষ চিরকালের সার্থক সঙ্গী। সঙ্গত কারণেই নারী এবং পুরুষের কার্যক্ষেত্রে ভিন্নতা আছে। তবুও নারী যেমন পুরুষের ওপর নির্ভরশীল, পুরুষও তেমন নারীর মুখাপেক্ষী। দয়া করে একটা দিনের চক্করে পুরুষ জাতিকে ছোট করবেন না।
লেখাঃ মিম

সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা!🌺