দেখা দেওনা আমায় একবার,
কাবেরী...!
কাবেরী তোমার ওই দু চোখ যেনো কোন এক বিশেষ মায়ায় ভরা,
যতবার দেখি ততবারই তোমার ওই চোখের মায়ায় পড়ে যাই...কাবেরী...!
তুমি দেখা দেওনা আমায় আর একবার,
সেই কবে দেখা দিয়েছিলে আমায় নিকশ কালো আধারে।
কাবেরী তোমাকে তো দেখা হইনি অনেক সময়।
এই শীতে হয়তো আর আসতে হতো না আমার এই ফাঠা ঠোঁট নিয়ে।
দেখা দেওনা আমায় আর একবার।
কাবেরী...!
তুমি দেখা দিলে হয়তো আর একবার বেঁচে যেতাম।
দেখা দেওনা আমায় একবার,
কাবেরী...!
লেখাঃ তুহিন আফ্রিদি